Problem Solving – প্রবলেম সলভিং ও অনলাইন জাজ পরিচিতি

প্রোগ্রামিং এ বেসিক বা কিছু কোড লিখার সামর্থ হওয়ার পর অনলাইন জাজে কিছু Problem Solving করা খুব গুরুত্বপূর্ণ । তাই আমি কিছু অনলাইন জাজ এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

0১. হেকারেঙ্ক(hackerrank).

0২. ইউআরআই(URI Online Judge).

০৩. কোডফোর্স(CodeForces).

0৪. হেকারআর্থ(hackerearth).

০৫. প্রোগ্রামার(Programmr). ইত্যাদি।

আমি এখানে URI Online Judge এর কিছু প্রবলেম সলভ করে বুজানোর চেষ্ঠা করব কিভাবে প্রবলেম নেয়া যায় এবং সলভ করে সাবমিট করা যায়।

আগেই বলে রাখি, প্রবলেম সলভ করতে হলে আগে সি এর উপর লেখা আগের টপিক গুলি কোড করে রান করে আসতে হবে।


প্রথমে URI Online Judge এতে প্রবেশ করে একটি একাউন্ট খুলে নাও। তাদের মেনু বার থেকে Problem এতে ক্লিক কর এবং BEGINNER এ ক্লিক কর। অনেক গুলি প্রবলেম দেখাতে পাবে। ১০০০, ১০০১, ১০০৩ …………


১০০০ নাম্বার এ এই প্রব্লেমটি আছে । চল আমরা এটি সলভ করি………

পাশে একটি কোড লিখার অপশন আছে। উপরে কম্পাইলার হিসাবে gnu-gcc সি কম্পাইলার সিলেক্ট করে দাও। নিচের কোড টি লিখে সাবমিট কর…

#include<stdio.h>
int main() {
    printf("Hello World!");
    return 0;
}

কি দেখলে? Presentation error। তোমার প্রবলেটি কিন্তু সলভ হয়ে গিয়েছে তবে তাদের আউটপুট এর সাথে মিলছে না। আবার নিচের কোডটি দিয়ে সাবমিট করে দেখ।।

#include<stdio.h>
int main() {
    printf("Hello World!\n");
    return 0;
}

Accepted দেখাবে এবং একটি প্রবলেম তুমি সলভ করে ফেললে।

নিচের লিংক গুলি প্রক্টিস কর

অ্যারে কি ( what is array in c)

সওয়াপ ইন সি ( Swap in C)

প্রেক্টিসের কোড সি -০১ ( practice code c language)

টাইপ কাস্টিং কি ( What is Type Casting )

গো-টু ইন সি ( goto in c)

কন্টিনিউ ইন সি ( continue in c )

ব্রেক কিওয়ার্ড সি (break keyword in c)

Problem Solving

Leave a Reply