সি এর ডাটা টাইপ, ভেরিয়েবল এর উপর ধারণা থাকলে এবং সূত্র টি জানলেই আমরা এই কোডটি করে ফারেনহাইট বের করে ফেলতে পাড়ি।
সূত্রটি হলঃ
(১.৮ * celsius) + 32
চল আমরা কোডটি দেখিঃ
#include <stdio.h> int main () { float celsius, fahrenheit; printf ("please inter celsious :"); scanf ("%f", &celsius); fahrenheit = (1.8 * celsius)+32; printf ("tempetature in fahrenheit :%.2f",fahrenheit); return 0; }
Output
please inter celsious :30
tempetature in fahrenheit :86.00
কাজ
- ফারেনহাইট থেকে সেলসিয়াস বের কর।
- গুগুল করে আরও কোড নাও এই টপিক এর উপর।
- কন্ডিশনাল অপারেটর সি (Conditional Opearator C)
- প্রোগ্রামের এরর সি (Programming error C)
- স্টেটিক কিওয়ার্ড সি (Sratic in C)
- বুলিয়ান সি( Boolean in C)
- লিটেরালস(Literals in C)
- ডিফাইন প্রিপ্রসেসর ডিরেক্টেভ (#define preprossor directive)
- কনস্টেন্স সি(Constants in C)
- আসকি নাম্বার(ASCII Value in C)
- এস্কেপ সিকোয়েন্স সি (Escape Sequence C)
- ফর্মেট স্পেসিফায়ার সি(Format Specifier C)
- কমেন্ট সি(Comment C)
- অপারেটর সি(Opearator C)
- কিওয়ার্ড সি(Keyword C)
- ডাটা টাইপ সি(Data Type C)