কনস্টেন্স (Constants ) প্রোগ্রামে দ্রুবক হিসাবে ব্যবহার করা হয়। কনস্টেন্স ভেরিয়েবল হিসাবে ঘোষনা করলে এর মান চেঞ্জ করা যায় না প্রোগ্রামে।
ডাটা টাইপ এর পূর্বে const কিওয়ার্ড ব্যবহার কর হয়।
সিনটেক্স
const float PI =3.14;
কনস্টেন্স (Constants ) ঘোষনার নিয়ম
#include<stdio.h> int main(){ const float PI=3.14; printf("The value of PI is: %.2f",PI); return 0; }
Output
The value of PI is: 3.14
চেঞ্জ করতে চাইলে
#include<stdio.h> int main(){ const float PI=3.14; PI = 4.6; printf("The value of PI is: %.2f",PI); return 0; }
Output
Compile Time Error: Canot modify constants Object
#define preprossor directive ব্যবহার করে Constants ডিক্লিয়ার।
কাজ
- বৃত্তের ক্ষেত্রফল নির্নয় কর const ব্যবহার করে।
- #define preprossor directive ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল নির্নয় ।
- আসকি নাম্বার(ASCII Value in C)
- এস্কেপ সিকোয়েন্স সি (Escape Sequence C)
- ফর্মেট স্পেসিফায়ার সি(Format Specifier C)
- কমেন্ট সি(Comment C)
- অপারেটর সি(Opearator C)
- কিওয়ার্ড সি(Keyword C)
- ডাটা টাইপ সি(Data Type C)
- ভেরিয়েবল সি(Variable C)
- দুইটি সংখ্যার যোগফল নির্ণয় সি (Sum Two intizier)
- প্রথম প্রোগ্রাম সি(First Program C)